সদরসিরাজগঞ্জ

এনডিপি কাটাখালি শাখায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

গত ১৪ জুন এনডিপি সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন কল্যাণ প্রসাদ পাল,কৃষি কর্মকর্তা, কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ। কামারখন্দ এরিয়ার এরিয়া ম্যানেজার এবং কৃষি ইউনিটের কর্মকর্তাবৃন্দ। মাঠ দিবসে বিভিন্ন সমিতি থেকে আগত সদস্যবৃন্দকে গ্রীষ্মকালীন তরমুজ চাষের গুরুত্ব তুলে ধরা হয়। এই ইউনিটের উদ্দেশ্য হল এলাকায় চাষ উপযোগী নতুন ফসল এবং উক্ত ফসলের নতুন জাতের প্রচলন করা।

মোছা. শামসুন্নাহার বেগম এনডিপি সিএসপি প্রোগ্রামের কাটাখালি শাখার চর নুরনগর গ্রামের একজন সদস্য। ২০২২-২৩ অর্থবছরে সমন্বিত কৃষি ইউনিট থেকে  প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। সদস্য ঝাংলিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করা যায় এটা তার নিকট একদম অজানা। এনডিপি সমন্বিত কৃসি ইউনিট থেকে পরামর্শ দেয়ার পর উক্ত প্রদর্শনী বাস্তবায়নে আগ্রহী হন।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন গ্রীষ্মকালীন তরমুজ চাষ হল একটি অমৌসুমের ফল। স্বাভাবিকভাবে এই তরমুজের বাজার মূল্য সর্বোচ্চ থাকে। কৃষির আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে হলে গতানুগতিক কৃষি ব্যবস্থা থেকে বের হয়ে আধুনিক উচ্চ মূল্যের ফসলের চাষ করতে হবে। মাটিতে অর্থাৎ ঝাংলি ছাড়া যেসকল তরমুজ চাষ করা হয় তার চেয়ে এই তরমুজ পুষ্টিগুণে ভরপুর। শুধু ধান চাষের উপর নির্ভরশীল না হয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের ফসল চাষে গুরুত্ব দিতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা এনডিপিকে আন্তরিক ধন্যবাদ জানান কষ্টসাধ্য প্রদর্শনী বাস্তবায়নের জন্য। শামসুন্নাহারের অভিবাবক লিটন শেখ উক্ত কার্যক্রম বাস্তবায়নে তার অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন এবং আগামী দিনে কার্যক্রম চালিয়ে যাবেন। সদস্যর বক্তব্য শুনে অন্যান্য সদস্যরা তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করেন। তারা অনুদান নয়, সমন্বিত কৃষি ইউনিট থেকে পরামর্শ আশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button