উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় উপজেলা কৃষি অফিস থেকে ১৫৬ পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজী বীজ, রাসায়নিক সার আম ও লেবু গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে বেলা সাড়ে এগারোটায় অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এসব বিতরণ করা হয়।
বিতরনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, অনুষ্ঠানে প্রতিজন কৃষক পরিবারকে ১০ রকমের সবজী বীজ, রাসায়নিক সার, বেড়া দেওয়ার নেটসহ বিভিন্ন কৃষি উপকরণাদি দেওয়া হয়েছে।