সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজে হাসপাতালে ৫০০ শয্যার পাশাপাশি স্থাপিত ৮০টি কেবিন চালু করা হয়। রোববার (১৭ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস স্মরণে কেবিন চালুর উদ্বোধন করেন শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নবাগত পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি পরিচালক ডা. আনোয়ার হোসেন ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা,কর্মচারি ও সেবিকাবৃন্দ।
প্রথম কেবিন ব্যবহারকারি সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার বলেন, হাসপাতালে তার স্ত্রী সন্তান প্রসব করেছেন এবং তিনি কেবিন নিয়েছেন। প্রসস্ত এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কেবিল গুলো খুবই চমৎকার। হাসপাতালে এতো সুন্দর কেবিনের ব্যবস্থা রয়েছে না আসলে বুঝতে পারতাম না।
ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন বলেন, হাসপাতালে ৫০০ শয্যার পাশাপাশি ছয়তলায় পুরোটাই ৮০টি কেবিন স্থাপন করে গত জুন মাসে তা হস্তান্তর করা হয়। কিন্ত দীর্ঘ দিনেও চালু না করায় কেবিন গুলো ময়লা আবর্জনায় ভর্তি হয়ে অনেকটা পরিত্যক্ত অবস্থার সৃষ্টি হয়ে প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কেবিন গুলো পরিস্কার পরিচ্ছন্ন করে তা চালুর ব্যবস্থা করা হয়। সরকার কর্তৃক নির্বারিত ফি প্রদান করে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এসকল কেবিন রোগীরা ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।