ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ‘মাদক ছাড়ো খেলা ধরো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কেরাম টুনামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা শেষ হলো। গত শনিবার রাত ৯ টার দিকে উপজেলার নান্দিনা কামালিয়া কেজির মোড় যুব সমাজ কর্তৃক আয়োজিত কেরাম টুনামেন্টে উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক খানের সভাপতিত্বে ও ভদ্রঘাট ইউনিয়ন যুবলীগের আব্দুর রউফ এর সঞ্চালনায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
কেরাম টুনামেন্ট টি উপজেলার ৩২ টি দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। প্লে অফ, কটার ফাইনাল ও সেমিফাইনাল শেষে উপজেলার নান্দিনা কামালিয়া একাদশ ও দরশিকা একাদশ ফাইনালে অংশগ্রহণ করে। ফাইনালে ৩ সেট এর মধ্যে প্রথম ২ সেটে জয়লাভ করে দরশিকা একাদশ চ্যাম্পিয়ন হয়ায় গৌরব অর্জন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমীন হোসেন বাবু, ৩ নং জামতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম বুলবুল, ১ নং ভদ্রঘাট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান ভুইয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি আব্দুল সালাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কোষাধ্যক্ষ আবুল হাসেম প্রমুখ।