এনডিপি প্রতিনিধি : মেধা ও মননে সুন্দর আগামী এ-ই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক কৈশোর কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচির আওতায় ২৮ ফেব্রুয়ারি কামারখন্দ উপজেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল, ডিকেএসকে আদর্শ কারিগরি কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম তালুকদার, এনিডিপ’র জোনাল ম্যানেজার ফারুক আহম্মেদ, কোনা বাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির, কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজল করিম, উপজেলা প্রোগ্রাম অফিসার মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তাগণ বলেন-এনিডিপ কৈশোর কর্মসূচির এরকম কার্যক্রম একদিকে যেমন মেধা ও শারীরিক বিকাশ কাজ করছে অন্যদিকে যুব সমাজকে মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ থেকে বিরত রেখেছে। সকলেই এরকম কাজের জন্য এনিডিপকে ধন্যবাদ জানান।