কোয়ান্টাম ফাউন্ডেশনের এবারের প্রতিপাদ্য ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ । এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি উদযাপন হলো গত ২১ মে, রোববার, সকাল ৬ টায় সিরাজগঞ্জ যমুনা হার্ট পয়েন্টে।
উন্মুক্ত স্থানে প্রাণায়াম বা দমচর্চা,প্রত্যয়ন পাঠ ও মেডিটেশন চর্চার আয়োজন করা হয়। বিশ্ব মেডিটেশন দিবস পালনের মূল উদ্দেশ্য মানুষের ভেতরে মেডিটেশন চর্চায় মনের রাগ,ক্ষোভ,দুঃখ হতাশা, দুশ্চিন্তা,স্ট্রেস বা মানসিক চাপ দূর হয়। যেকোনো বয়সের মানুষই এটি প্রতিদিন চর্চা করতে পারে। পরিপূর্ণ সুস্থতার জন্য বিদ্যামান চিকিৎসার পাশাপাশি মেডিটেশনের যে প্রয়োজন, সেই পরামর্শ এখন চিকিৎসকরা দিচ্ছেন, এবং স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। সুস্থতা ও সাফল্যের পথ দেখায় মেডিটেশন। টানা ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। প্রোগ্রাম পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন, সিরাজগঞ্জ সেল এর আর্ডেন্টিয়ার মো. বাবু খাজা।
সংক্ষিপ্ত আলোচনা ও মেডিটেশন পরিচালনার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।