উল্লাপাড়ায় গত মঙ্গলবার বিকেলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত অষ্টম শ্রেণির শিক্ষার্থী নীরব হোসেনকে উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ (ইএনক) থেকে চিকিৎসা সহায়তায় প্রায় ৬৪ হাজার টাকা দেওয়া দিলো আমেরিকায় প্রবাসীদের সংগঠন।
উল্লাপাড়া প্রেসক্লাবে বিকেলে সংগঠনটির উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবু সেলিম রেজা শিক্ষার্থী নীরব হোসেনের বড় ভাইয়ের হাতে এ টাকা তরিণ দেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক. জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, লেখক সুকুমার রায়, সরকারি কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, আমেরিকা প্রবাসী শহিদুল ইসলাম, লেখক নজরুল ইসলাম,সাংবাদিক এ আর জাহাঙ্গীর, নজরুল ইসলাম, আ. ছাত্তার, সাহারুল হক সাচ্চু, সাহেব আলী প্রমুখ ।
উল্লেখ্য, উপজেলার চর তারাবারিয়া গ্রামের মৃত আল মাহমুদের ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত নীরব হোসেনের ঢাকায় হাসপাতালে চিকিৎসা চলছে।