রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে ক্রয় ক্ষমতার বাইরে দ্রব্যমূল্য, দিশেহারা নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে দিন দিন বাড়ছে দ্রব্যমূল্য। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। প্রয়োজনের কারনে বাড়তি দামেই ক্রয় করতে পারলেও ক্ষোপ প্রকাশ করছেন ক্রতারা। উপজেলার হাটপাঙ্গাসী বাজারে নিত্যপণ্য ক্রয় করতে আশা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা জানান, জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বাড়তি দামে পণ্য ক্রয় করতে করতে অনেকেই আবার ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। এভাবে চলতে থাকলে এক সময় পথে বসতে হবে তাদের। উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি বাজারেই মাছ, মাংস, ডিমসহ প্রায় প্রতিটি নিত্যপণ্যের দামও যেন আঁকাশ ছোয়া। সব জিনিসের দাম বেড়ে ক্রেতাসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এতো বাড়তি খরচ কুলিয়ে ওঠা আর নিম্ন মধ্যবিত্তদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

অধিকাংশ ক্রেতারা বলছেন, উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে নিত্যপণ্যের দাম নির্ধারিত করে প্রত্যেকটা দোকানের সামনে টাঙ্গিয়ে রেখে প্রশাসনিকভাবে তদারকি করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করছেন উপজেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button