সিরাজগঞ্জ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করা হয়। গত ৪ এপ্রিল, সকাল ৯ টায় শহিদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সাংস্থার সহসভাপতি গনপতি রায়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সাংস্থার, সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশার কথা, সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর (সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল হাসান মন্ডল, সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলের কোচ মো. আব্দুল্লাহ আল মামুন, ধারা বর্ণনায় দায়িত্ব পালন করেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

উল্লেখ্য, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সিরাজগঞ্জের সবুজ কানন স্কুল এন্ড কলেজ, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, পিডিবি হাই স্কুল  ও  জাহান আরা উচ্চ বিদ্যালয় এই চারটি বিদ্যালয় অংশগ্রহণ করে।

 আগামী ১১ এপ্রিল ফাইনাল খেলার মধ্যে দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button