সিরাজগঞ্জ

দিনমুজরের মেয়ে ক্রিকেটার স্মৃতিকে ক্রিকেট সামগ্রী উপহার

দিনমুজুর আজিজুর রহমানের মেয়ে ক্রিকেট খেলোয়ার আজিজা সুলতানা স্মৃতিকে উপহার হিসেবে ক্রিকেট সামগ্রী প্রদান করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। গতকাল সোমবার, ৬ মার্চ, দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়। স্মৃতি এখন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নর সরকারি আশ্রায়ন প্রকল্পে পিতা-মাতার সঙ্গে বসবাস করে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সফি, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদীকা ফারজানা সিদ্দিকা অপু প্রমুখ।
মেধাবি ক্রিকেট খেলোয়ার আজিজা সুলতানা স্মৃতি ২০১৭ সাল থেকে ক্রিকেট খেলছেন। এখন তিনি ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেট খেলছেন। প্রসঙ্গত সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী আশ্রায়ন প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজিজা সুলতানা স্মৃতি ভার্চুয়ালী যুক্ত হয়ে আশ্রায়ন প্রকল্পে তাদের মাথা গোজার ঠাই করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button