সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে বৃহস্পতিবার, ২৩ ফেব্রয়ারি, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দিনব্যাপী এ্যাথলেটিকস ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাসেম, জেলা শিক্ষা অফিসের গবেষণা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন মিয়া প্রমুখ। প্রতিযোগিতায় বিস্কুট দৌড়, ১০০ মিটার দৌড় ও বৌচি বলসহ বিভিন্ন ইভেন্টে জেলা বিভিন্ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও এ্যাথলেট অংশগ্রহন করে। প্রতিযোগিতায় জেলার বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক (পাসপোর্ট অফিসের পাশে)বিদ্যালয়ের প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় পুরস্কারসহ ২০টি পুরস্কার জিতে নেয়। সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক (পাসপোর্ট অফিসের পাশে) বিদ্যালয়ের এমন ফলাফলে সহযোগিতার জন্য প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জুঁথি, বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য,শিক্ষক বৃন্দ,অভিভাবক ও প্রতিযোগীদের ধন্যবাদ জানান।