এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১১ মার্চ সোমবার সকালে কামারখন্দ উপজেলার বাগবাড়ির শহিদুল বুলবুল কারিগরি কলেজে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোকিত গ্রাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম খান আলোকিত গ্রাম কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ কমিটির সকল সদস্য, আলোকিত গ্রামের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ও খেলা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মো. হায়দার আলী খান।
আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থী ও আলোকিত গ্রামের বিভিন্ন বয়সের জনসাধারন নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।