গত বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অফিসার্স ক্লাব এর সম্প্রসারিত ২য় তলার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফলক উন্মোচন উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রায়হান কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনডিসি মো. রিদওয়ান আহমেদ রাফি, জেলা শিক্ষা অফিসার কাজি সলিমউল্লাহ, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রকিবুল হাসান, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা ত্রাণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান, জেলা মৎস কর্মকর্তা মো. শাহীনুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাসেম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক বাবুল কুমার সূত্রধর, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম প্রমুখ।