কামারখন্দসদরসিরাজগঞ্জ

এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্পের উদ্যোগে ভ্যাকুয়াম ক্লিনার বিতরণ

বিশ্ব ব্যাংক এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় পরিচালিত এসইপি (তাঁত) প্রকল্পের আওতায় ভ্যাকুয়াম ক্লিনার বিতরণ করা হয়েছে। ১৮ নভেম্বর, শনিবার, তাঁত সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তার উদ্যোগ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় আদর্শ কারখানা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোক্তাদের মাঝে নতুন প্রযুক্তির সম্প্রসারণে ভ্যাকুয়াম ক্লিনার বিতরণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিপি’র পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) ও এসইপি তাঁত প্রকল্পের ফোকাল পার্সন মোসলেম উদ্দিন আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে, তাঁত অধ্যুষিত এলাকার আর্থ সামাজিক পরিস্থিতি তুলে ধরে প্রকল্প কর্মকান্ড বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ এবং প্রকল্পের উল্লেখযোগ্য অর্জনসমূহ নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘‘প্রকল্পটি যদিও জানুয়ারী ২০২৪ সালে শেষ হয়ে যাবে কিন্তু প্রকল্পের শিখনসমূহ বিশেষত কারখানার কর্ম পরিবেশ উন্নয়ন ও ব্যবসায়িক উন্নয়নের ধারা বজায় রাখতে হবে।” তিনি তাঁত অধ্যুষিত সিরাজগঞ্জের পরিবেশ উন্নয়নে মিনি-ইটিপি স্থাপন, পণ্যের গুণগত মান উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রেখে কমন ব্র্যান্ড ই-বসনের মাধ্যমে প্রিমিয়াম মার্কেটে পন্য প্রবেশের বিষয়ে উদ্যোক্তাদের আহবান জানান।

স্বাগত বক্তব্যে এসইপি-তাঁত প্রকল্পের আওতাধীন উদ্যোক্তাদের সফলতা কামনা করে তাঁত খাতে বিদ্যমান সমস্যা সমাধানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান প্রকল্পের ফোকাল পারসন মোসলেম উদ্দিন আহমেদ। একইসাথে প্রকল্পের আওতায় পরিবেশ উন্নয়নে যে সমস্ত পরামর্শ প্রদান করা হয়েছে তা মেনে কারখানা পরিচালনা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার আহবান জানান।

প্রকল্প ব্যবস্থাপক মো.আশরাফুজ্জামান কমন ব্র্যান্ড ই-বসন নিয়ে সাম্প্রতিক কর্মকান্ড পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

কর্মশালা শেষে আদর্শ তাঁত কারখানা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ভ্যাকুয়াম ক্লিনার উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র সম্মানিত নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান আদর্শ উদ্যোক্তা মো. শরিফুল ইসলামের হাতে ভ্যাকুয়াম ক্লিনার হস্তান্তরের মাধ্যমে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উল্লেখ্য সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও বেলকুচি উপজেলার ২০ জন আদর্শ উদ্যোক্তার মাঝে ভ্যাকুয়াম ক্লিনার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্থক আয়োজনে টেকনিক্যাল অফিসার সাখাওয়াত হোসেন, রিপোটিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার আশিক আহমেদ, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার সুকান্ত গোলদার এবং পরিবেশ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রশংসনীয় ভূমিকা রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button