সদরসিরাজগঞ্জ

ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উদ্যোগে ইফতার বিতারণ

‘পরিচ্ছন্ন সবুজ বাসযোগ্য সিরাজগঞ্জ হোক আমার অঙ্গীকার’ এই স্লোগান কে সামনে রেখে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উদ্যোগে অসহায়দের  মাঝে মাসব্যাপী ইফতার বিতারণ এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত (১৩ মার্চ ২০২৪) বিকেল ৫ টায়  সিরাজগঞ্জ পৌরএলাকায়  দত্ত বাড়ি  মোড়ে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয় । এসময়ে অসহায় রোজাদারদের হাতে ইফতার তুলেদেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা। 

এসময় উপস্থিত ছিলেন,   ক্লিন সিরাজগঞ্জ, গ্রীন সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপিকা হাসনা হেনা তিনি বলেন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ সব সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করে থাকে। এ সংগঠনটি  অসহায়দের পাশে থেকে যাদের জায়গায় আছে তাদের ঘর করার মতো টাকা নেই তাদের কে ঘর নির্মাণ করে দেন এবং ব্যবসায় করার মতো অর্থ নেই তাদের কে দোকান করে ব্যবসায় স্বাবলম্বী হওয়ার জন্য পাশে থাকে এই সংগঠন টি।

পাশাপাশি সিরাজগঞ্জে জেলায় শহরে বৃক্ষ রোপণ ও সুন্দর একটি পৌর শহর কে ক্লিন রাখতে এই সংগঠন টি বদ্ধ পরিকর।

উল্লেখ্য, মাসব্যাপী ইফতার বিতরণ  আয়োজন করেন ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button