মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ প্রাপ্ত ক্ষুদ্রঋণ বিষয়ক জেলা সমন্বয় কমিটি, সিরাজগঞ্জ এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।
গত মঙ্গলবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র্যালী, শ্রদ্ধা নিবেদন, ইত্যাদি।
সকালে এনডিপির পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং ক্ষুদ্রঋণ বিষয়ক জেলা সমন্বয় কমিটি, সিরাজগঞ্জ এর সদস্যদের অংশগ্রহণে একটি শোক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করেন।
এসময় ক্ষুদ্রঋণ বিষয়ক জেলা সমন্বয় কমিটি, সিরাজগঞ্জ এর সদস্যবৃন্দসহ এমআরএ সনদ প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ জোনাল উপস্থিত ছিলেন।