সিরাজগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আবু বক্কার সিদ্দিক গতকাল দিনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মরহুমের নামাজে জানাজা গত রাত বাদ এশা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাযায় সরকারি কর্মকর্তা, রাজনীতিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করে। দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে পত্রিকার সম্পাদক ও এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান ও নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, মওলানা আবু বক্কার সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।