যারা খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা দেশ ও জনগনের শত্রু। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। সিরাজগঞ্জ সদরের খাদ্য গুদাম পরিদর্শনের সময় একথা বলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। গতকাল বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, সকালে মন্ত্রী সদরের খাদ্য গুদাম পরিদর্শনের সময় আরও বলেন, ধান,চাল সংগ্রহে মাননিয়ন্ত্রনে কোন আপোস করা হবেনা। বৈধ লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবেন না, সে ব্যক্তি যে দলেরই হন না কেন আইনের উর্ধ্বে কেউ না। এসময় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার যে সকল লাইসেন্সধারী মিলারগণ এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হন নাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
সিরাজগঞ্জ সদরের খাদ্য গুদাম পরিদর্শনের সময় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো: মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুখ হোসেন পাটওয়ারী। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্য পরিদর্শক মো. ইয়াকুব আলী, কারিগরি পরিদর্শক মো. ওলিউর রহমান, উপ খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীলসহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে খাদ্যমন্ত্রী রায়গঞ্জ উপজেলার খাদ্য গুদাম পরিবদর্শন করেন। রায়গঞ্জে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী,আশরাফুল আরেফিন ভারপ্রাপ্ত কর্মকর্তা চান্দাইকোনা এলএসডি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খাঁন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শহিদুল ইসলাম প্রমুখ।