সদরসিরাজগঞ্জ

শিশুদের জন্য খাদ্য সহায়তা বিতরণ

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইআরপি প্রকল্পের অধীনে সিরাজগঞ্জ পৌরসভার লো-ইনকাম কমিউনিটির স্বল্প আয়ের ৫০ টি পরিবারের শিশুদের জন্য ৬ মাস ব্যাপী পুষ্টি সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্যাকেজে পরিবার প্রতি ৪ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি মূসুর ডাল এবং ১/২ কেজি সুজি খাদ্য সহায়তা হিসাবে বিতরন করা হয় ।

গতকাল সোমবার, ১৩ মার্চ, সকালে সিরাজগঞ্জ পৌরসভায় পুষ্টি খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

 এসময়ে সিরাজগঞ্জ পৌরসভা, প্রধান নির্বাহী এস এম রবিন শীষ, পৌর নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. এ.কে. ফরহাদ হোসাইন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ্ আলম, প্যানেল মেয়র-(৩) শিখা খাতুন, ৯ নং ও ওয়ার্ড কাউন্সিলর তাজউদ্দীন আহমেদ, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. রইসউদ্দিন, ফিল্ড কো-অর্ডিনেটর মো. শাহজাহান মিয়া, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, আরবান এগ্রিকালচার প্রকল্প ব্র্যাক এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সকল কর্মী বৃন্দসহ কমিউনিটির সকল উপকারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button