সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বাংলাদেশ বিনির্মাণে খাদ্য ভূমিকা”শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০ টায় শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর সভাপতিত্বে নিরাপদ খাদ্য শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য ঠিক রাখতে সরকারের পাশাপাশি মিডিয়ায় সর্বোচ্চ প্রচার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপদ খাদ্য দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। মাছ,মাংস,দুধ, ডিম,শাক সবজি সব কিছু নিরাপদের সাথে আমরা খাচ্ছি কি না সে দিকে নজর রাখতে হবে। বাংলাদেশে সরকারের পাশাপাশি বেসকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার প্রচারণা মাধ্যমে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীরা সোনার বাংলাদেশ বিনির্মাণে করতে অগ্রনী ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য মতামত তুলে ধরেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিলুজ্জামান,সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা,সিভিল সার্জনের প্রতিনিধি রিয়াজুল ইসলাম,সিরাজগঞ্জ হোটেল ব্যবসায়ী সভাপতি মো. নজরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ,সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন,চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুন,সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি রেদওয়ান আহমেদ,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাশেদ হুসাইন,যমুনা প্রবাহ পত্রিকা নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক দিলীপ গৌর, আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক গণমানুষের আওয়াজ জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির সুমনসহ বিভিন্ন এনজিও বাক্তি ।