খাদ্য অধিকার বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গত ২০ জুন, মঙ্গলবার, সিরাজগঞ্জে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্য ব্যবস্থা সম্মেলন-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন আয়োজিত র্যালির উদ্বোধন করেন খাদ্য অধিকার বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ও এনডিপি’র নির্বাহী পরিচোলক মো, আলাউদ্দিন খান।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে জনবহুল এলাকা প্রদক্ষিণ করে শহিদ এম মুনসুর আলী অটিটোরিয়ামে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন খাদ্য অধিকার বাংলাদেশ-সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক ও সুক এর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন। আলোচনা সভায় খাদ্য অধিকার বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটির সম্পাদক ও প্রেসক্লাব এর সাবেক সভাপাতি হেলাল আহমেদ ও খাদ্য অধিকার বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য রেজাউল করিম রোকনীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি নিরাপদ খাদ্যের দাবিতে মুল্যবান বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে সাধারন সম্পাদক বলেন, আাগমী ২৬-২৭ জুলাই ঢাকাতে ’’এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্য ব্যবস্থা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, এ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্বব্যাপী কোভিড-১৯ এর মহামারী; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ; জলবাযু পরিবর্তন; জীব- ক্সবচিত্র্যের ক্ষতিসহ পরিবেশগত বিপর্যয়; পানি স্বল্পতা এবং সামগ্রিক পরিমন্ডলে ক্ষুধা ও দারিদ্র্য পরিস্থিতি চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে। জাতিসংঘের এফএও ও অক্সফাম, ২০২২-এর এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের প্রতি তিনজনের মধ্যে একজনের (২.৩৭ বিলিয়ন) পর্যাপ্ত খাবারের অভিগম্যতা নেই এবং প্রতি চার সেকেন্ডে একজন ক্ষুধার্ত মানুষ মারা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কৃষি-খাদ্য ব্যবস্থার দূর্বলতা; চরম খাদ্য সংকট ও অপুষ্টি; খাদ্য উৎপাদনকারী (ক্ষুদ্রাকার), পারিবারিক কৃষকদের অধিকার ক্ষুণ্ন ও তাদের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা না করা এবং রাজ‣নতিক প্রতিশ্রুতি রক্ষার অপর্যাপ্ততা উদ্বেগজনকভাবে আরও বেশি ঝুঁকির মুখে ফেলেছে। এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য হল সবার জন্য পর্যাপ্ত খাদ্যের অধিকার নিশ্চিত করা এবং বিদ্যমান কৃষি-খাদ্যব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত, টেকসই, জলবায়ু সহিষ্ণু করে তোলা।
সভায় বক্তাগন এসডিজির ২ নং লক্ষ্য ”ক্ষুধামুক্তি” বাস্তবায়নের জন্য খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মুল্যবান বক্তব্য তুলে ধরেন।
সমাপনিতে কমিটির সভাপতি আলাউদ্দিন খান বলেন, ভেজালমুক্ত খাদ্য সরবরাহের নিশ্চয়তায় জনসচেতনতা সৃষ্টি করতে হবে, ক্ষুদামুক্ত দেশ বিনির্মানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যারা খাদ্যে ভেজাল মেশাচ্ছে এবং সিন্ডিডকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্র্যের মুল্য বৃদ্ধি করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পরিশেষে তিনি আাগমী ২৬-২৭ জুলাই ’এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্য ব্যবস্থা সম্মেলন-২০২৩ কে সফল করতে সকলের সহযোগিতা কামনা করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান/সংগঠনের নির্বাহী এবং কর্মকর্তাগনেকে ধন্যবাদ দিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
র্যালি ও আলোচনা সভায় এনডিপি, দ্বীপসেতু, এমএমএস,সুক, এমডিও, এমএমইউএস,সমতা উন্নয়ন সংস্থা, ব্য্রাক, বুরো বাংলাদেশ, আশা,রোভার স্কাউট এর যুব দল, টিএমএসএস, পিপিডি,আলোর আলো,ইডিপি, ইএসডিও সহ বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী, নাট্যব্যক্তিত্ব,মানবাধিকার কর্মী,নারীনেত্রী, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।