আশিক সরকার, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের প্রবাস ফেরত খামারি আব্দুর রাজ্জাকের খামারে হটাৎ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৫হাজার সোনালী জাতের মুরগি। এতে করে প্রায় ১৩-১৪ লক্ষ টাকার ক্ষতির আশঙ্খা করা যাচ্ছে ।
এ বছর ২য় ধাপে প্রায় সাড়ে ৭হাজার মুরগির বাচ্চা দিয়ে শুরু করা খামারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জামতৈল শাখা থেকে ১১লক্ষ টাকা লোন নিয়ে এবং নিজের কিছু পূজিঁ দিয়ে ব্যবসা করছিলেন আব্দুর রাজ্জাক । দীর্ঘ ৪মাস মুরগি লালন পালন করার পর এক একটা মুরগির ওজন হয়েছিল থেকে ১.২ কেজী । আর অল্প দিনের মধ্যেই বিক্রি করার কথা থাকলেও হটাৎ আসা অজানা রোগে প্রায় ৫হাজার মুরগি মারা যায় । এবং বাকি মুরগি গুলো খুব অল্প দামে স্থানীয় বাজারে বিক্রি করতে হয় ।
খামারি আব্দুর রাজ্জাক জানান, আমি দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে প্রায় ১৫লক্ষ টাকা দিয়ে এই খামারটি গড়ে তুলে ২০২২সাল থেকে ব্যবসা করে আসছি । এ পর্যন্ত ৪-৫ বার মুরগি তুলেছি খামারে এবং তা বিক্রি করে কিছু টাকা আয় করতে পেরেছিলাম । কিন্তু এইবার আমার যে ১৩-১৪ লক্ষ টাকার ক্ষতি হলো তা পূরণ করতে আমার সাড়া জীবন লেগে যাবে । এখন আমি কিস্তি দিবো কিভাবে আর ব্যবসা করবো কিভাবে ।
স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক বিদেশ থেকে এসে তার জমানো সকল পূজিঁ দিয়ে এই ব্যবসা শুরু করে । তার এই ক্ষতিতে সে একেবারে পথে বসে গেলো । এখন তার ব্যাংক ঋনের কিছু অংশ যদি মউকুফ হয় এবং সরকার যদি কিছু প্রণোদনা দেয় তাহলেই রক্ষা । এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে খামারি আমাদের জানায়নি । আমরা আজকে জানতে পেরে সেখানে লোক পাঠিয়েছি । মুরগি মারা যাওয়ার কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে ।