তাড়াশ সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে ছেলের ছুরিকাঘাতে তোফাজ্জল মন্ডল (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে বাবু মন্ডল (১৮) পালিয়ে গেছেন। গত শনিবার (৮ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তোফাজ্জেল উপজেলার সুগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে জমির মন্ডলের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তোফাজ্জেলের দু’জন স্ত্রী প্রথম স্ত্রী মোছা. রেজদা খাতুনের সাথে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত এর জের ধরে শুক্রবার তিনি স্ত্রীকে মারধর এবং ছুরি দিয়ে পা আঘাত করেন। এ সময় পাশে থাকা ছেলে ওই ছুরি দিয়ে তার পেটে সজোরে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় পরিরবারের লোকেরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতাল নিয়ে যায়। সেখানে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।