সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ টি ইউনিয়ন, সিরাজগঞ্জ পৌরসভা দল অংশগ্রহণ করে। গত বুধবার ( ১২জুন) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ সদর ও উপজেলা শিক্ষা অফিস ্আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা
সমাপণি অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ টুর্নামেন্ট দেশে ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১০ সাল থেকে প্রতিবছর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়। এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয় ২০১১ সাল থেকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরুপ প্রাথমিক পর্যায়ের মেয়ে শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতি বছরের মতো এবছরও এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আগামীতে এ এই আয়োজনের ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ আলম, সিরাজগঞ্জ সদর থানা ইন্সপেক্টর তদন্ত হাসিবুল্লাহ হাসিব, সিরাজগঞ্জ সদর ইউ আরসি ইনস্ট্রাক্টর জাকিয়া খাতুন, সিরাজগঞ্জ সদর সহকারী শিক্ষা অফিসার শাহ আলম, প্রমুখ,
এসময়ে আরো উপস্থিত ছিলেন মহেশ কাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার রনজিৎ কুমার সাহা, এসবি রেলওয়ে কলোণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম তালুকদার, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আমজাদ হোসেন, মটিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার ঘোষ, চরমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার হোসেন, সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার মো. রফিকুল ইসলাম, ধুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আশিষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম,
খেলায় ধারাবিবরণী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ কারিম মির্জা ও অরুন রায়। খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রতনকান্দি ইউনিয়নের পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে খোকশাবাড়ী ইউনিয়নের পাঁচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কালিয়া হরিপুর ইউনিয়নের সরকারপাড়া মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ছোনগাছা ইউনিয়নের ভুরভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।