বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে বেলকুচি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শনিবার সকালে উপজেলার বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
গণঅনশন এ উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি শাখার সভাপতি জয় শংকর সাহা, সহসভাপতি বিমল কুমার, সাধারণ সম্পাদক রনি মিত্র, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সরকার, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সবুজ সরকার, পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র প্রমানিকসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।