উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি, প্রণয়ন ও বাস্তবায়ন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
গত শনিবার, ১১ নভেম্বর ২০২৩, সকাল ১১ টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখা এর আয়োজনে ৮ নভেম্বর এক বর্ণাঢ্য র্যালি সিরাজগঞ্জ গণপূর্ত ভবন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ত ভবনে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্ণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নওশের আহমেদ তামান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবস উপলক্ষে দিকনির্দেশকমূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মুন্না তার বক্তব্যে বলেন, উন্নত দেশ গঠনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। ডিপ্লোমা প্রকৌশলীদের হাত ধরেই দেশের অবকাঠামগত উন্নয়ন হচ্ছে। দেশকে সমৃদ্ধ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে ডিপ্লোমা প্রকৌশলীদের অনেক অবধান রয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীগণ যেভাবে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমি বিস্মিত।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগ এর সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাহাজাদপুর এর সহকারী প্রকৌশলী আরিফুল রহমান এবং সিরাজগঞ্জ জেলা গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বাার সহ ইউনিয়ন ও পূর্ত ভবনের কমকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।