সদরসিরাজগঞ্জ

কাওয়াকোলা ও সায়দাবাদে ইউপিতে হেনরীর গণসংযোগ

সিরাজগঞ্জের সদর উপজেলার যমুনার চরাঞ্চলের কাওয়াকোলা ও সায়দাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেন আওয়ামী মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।

রোববার, ২৪ ডিসেম্বর, তিনি কাওয়াকোলা ইউনিয়নের চর কাটেংগা ও সদরের সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি,ডিগ্রীচর,হার্ট সারটিয়া,দুখিয়াবাড়ি, গাছাবাড়ি,বড় সারটিয়া এলাকার মানুষের সঙ্গে গণসংযোগ করেন ও পথসভায় বক্তব্য দেন। এসময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট ও দোয়া চান।

এসময় ড.জান্নাত আরা হেনরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায়  ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিলে তিনিও সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ এলাকার মানুষের উন্নয়ন এবং জনসেবা করার সুযোগ পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য শামসুজ্জামান আলো, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সাবেক পৌর যুবলীগের সদস্য বিটু, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সিরাজগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল করিম মুন্সি।

এছাড়াও, কাওয়াকোলা ইউনিয়নের গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা আলী আকবার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভূইয়া ইসলাম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জয়নাল, সাধারন সম্পাদক বাদশা।

এছাড়াও সয়দাবাদ ইউনিয়নের গনসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নবীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button