মুক্তিযুদ্ধের স্মৃতিকে জাগিয়ে তুলতে সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি নানা ধরনের কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে গতকাল ১১ জুন বিকেলে সিরাজগঞ্জ শিয়ালকোল বাজারে ৭১’র গনহত্যায় নিহত শহিদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে ২৮টি বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, বাসদ নেতা কমরেড নব কুমার কর্মকার, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিয়ালকোল লালন সংসদের সদস্যবৃন্দ, শিয়ালকোল গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিস্ত্রি, শহিদুল আলম সেখ, সাবেক চেয়ারম্যান শাহজালাল আকন্দ, গোলাম আজম তালুকদার বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।