গত ২৫ মার্চ, শনিবার, জাতীয় গণহত্যা দিবসের স্মরণে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার, (২৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ কালরাতে গণহত্যার মাধ্যমে রাজাকার-আলবদররা স্বাধীনতা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। এসময় তালিকা অনুযায়ী সিরাজগঞ্জের রাজাকারদের বিচারের দাবি জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন,সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম বার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট দারিয়ে প্রতীকী ‘ব্লাক আউট’ পালন করা হয়।