রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে দিনে দিনে কমে যাচ্ছে গম চাষাবাদ

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জে দিন দিন কমে যাচ্ছে গম চাষ। খোঁজ নিয়ে জানা যায়, জলবায়ু পরিবর্তন, উৎপাদিত ফসলের সঠিক মূল্য না থাকা এবং ইঁদুরের উপদ্রবসহ বিভিন্ন কারণে দিন দিন কমে যাচ্ছে গমের চাষাবাদ।

উপজেলার গঙ্গারামপুর গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, এক সময় উপজেলা জুড়ে গমের আবাদ কমবেশি সবাই করত। কিন্তু বর্তমান বাজারে এক কেজি আটার দাম প্রায় ৬০ টাকা থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরেও মানুষ গম চাষে আগ্রহ দেখাচ্ছে না কেন সেটা আমার বোধগম্য নয়। আমার সেরকম পুঁজি ও জমি থাকলে প্রতি বছরই গমের চাষাবাদ করতাম। এদিকে গমের পরিবর্তে চলতি মৌসুমে বেড়েছে ভূট্টার আবাদ। ভূট্টার পাশাপাশি গমের চাষাবাদ বাড়িয়ে দিয়ে বিদেশের উপর আমদানি নির্ভরতা না হয়ে দেশের উৎপাদিত গম দিয়ে দেশের চাহিদা পূরণ করা সম্ভব বলে মনে করছেন উপজেলার সচেতন মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button