সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রচন্ড গরমে জনজীবন রীতিমতো অতিষ্ট হয়ে পড়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতাও বাড়তে থাকে । মাঝারি তাপপ্রবাহে কারণে রিক্সা, ভ্যান চালক, দিন মজুর ও খেটে খাওয়া মানুষ বেশি ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। এর মধ্যে দিন মুজুররা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন । মানুষের পাশাপাশি প্রচন্ড গরমে প্রাণিকুলও ব্যাকুল হয়ে পড়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এদিকে সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বাইরে বের হয়ে কাজ করা দুরহ হয়ে পরেছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় চলাচল ও ফসলী মাঠে লোকজনের কাজ করতে কষ্ট হচ্ছে । এরপরও খেটে খাওয়া মানুষ গুলো জীবন জীবিকার তাগিদে ও জরুরি প্রয়োজনে প্রচন্ড গরমকে উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। অনেক পথচারী ছাতা মাথায় দিয়ে চলাচল করছেন। রাস্তায় রিক্সা, ভ্যান চলাচল করলেও প্রচন্ড গরমের কারণে ভাড়া হাকছেন দ্বিগুন। এতে করে স্কুল, কলেজগামী শিক্ষার্থী সহ সর্বশ্রেণীর মানুষ পড়েছে বিপাকে।
সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া গ্রামের কৃষক আবুল বলেন, রোদের তেজের কারণে গরমে কাজ করতে পারছি না। অপরদিকে বৃষ্টি না হওয়ায় কৃষি উৎপদন ক্ষেত্রেও বাধার সৃষ্টি হচ্ছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের কৃষক বারেক, আলতাফ বলেন, গরম সহ্য করতে না পেরে শিশুসহ সব বয়সীরা দিনে ২/৩ বার গোসল করছেন ।