চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে অগ্নিকাণ্ডে গোয়ালে থাকা ৪টি গরু ৩ টি ভেড়া আগুনে পুড়ে মারা গেছে ও গোয়াল ঘর পুড়ে ছাঁই হয়েছে । গত সোমবার, ২০ মার্চ, রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার স্থল ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্থ কৃষক মো. মামুন মিয়ার ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান। কৃষক মো. মামুন মিয়া জানান, প্রতিবেশীরা গোয়ালঘড়ে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষনে গোয়ার ঘরে থাকা ৪ টি গরু ৩ টি ভেড়া পুড়ে মারা যায় ও গোয়াল ঘড় পুড়ে ছাঁই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়ছে তা জানেন না তিনি।