সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১৪০ কেজি গাঁজা সহ আটক একজন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভার  এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করে।  সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা। উদ্ধার গাঁজার বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ)(ঢাকা-মেট্রো-ঘ ১৫-২৮১৩) কালো রংয়ের জিপগাড়ীও জব্দ করা হয়।  আটক মাদক কারবারি মো. জসিম উদ্দিন (৩২) কুমিল্লা জেলার নিশ্চিতপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গতকাল শনিবার, ২৯ এপ্রিল, সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে চালকের সিটের ওপর রাখা ১৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ি জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মাদক মামলা রয়েছে। উদ্ধার আলামতসহ তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button