এনডিপি প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রিত মুজিব শতবর্ষের গৃহায়ন তহবিলের অর্থায়নে দরিদ্রদের মাঝে গৃহঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। গতকাল ২ এপ্রিল, রোববার, এনডিপি বাস্তবায়িত দরিদ্রদের মাঝে উক্ত গৃহঋন কার্যক্রমের মাধ্যমে নির্মিত গৃহ মাঠ পর্যায়ে পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংক পরিদর্শক দল।
এসময় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলে নেতৃত্ব দেন ব্যাংকের গৃহায়ন তহবিলের যুগ্ম পরিচালক মো. সোহেল রানা। এসময় যুগ্ম পরিচালকের সঙ্গে ছিলেন উপপরিচালক মো. আব্দুল আজিজ। পরিদর্শন টিমের সাথে বাস্তবায়িত সংগঠন এনডিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম ও কে.এম শহিদুল ইসলাম।
পরিদর্শক দল মাঠ পর্যায়ে বাস্তবায়িত গৃহায়ন কার্যক্রম পরিদর্শন শেষে এনডিপির শহর শাখায় এনডিপির নির্বাহী পরিষদের সদস্যদের সাথে এক সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে এনডিপি বাংলাদেশ ব্যাংকের মুজিব শতবর্ষের গৃহায়ন তহবিলের অর্থায়নে দরিদ্র মানুষের মাঝে বিতরনের জন্য ২০০ গৃহ নির্মান বাবদ ২ কোটি টাকা ঋণ বিতরণ করে।