শাহজাদপুরসিরাজগঞ্জ

শাহজাদপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার  (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা দক্ষিন পাড়া গ্রামের মো. রওশন (৫৫)প্রামানিকের দ্বিতীয় স্ত্রী মোছাঃ তারাবানু (৫০) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা যায়, এ দিন দুপুরে রওশন তার স্ত্রী দ্বিতীয় তারাবানুকে নিয়ে বাড়ির পাশে বীলে কচুরিপানা কাটতে যায়।কিছুক্ষন পর রওশন একাই বাড়িতে ফিরে আসে। আবার কিছুক্ষন পর রওশন বীলে গিয়ে তার স্ত্রী তারাবানুর লাশ তুলে নিয়ে আসে এবং বলে পানিতে ডবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর প্রশ্নের মুখে পরে রওশন তার প্রথম স্ত্রী আলেয়া বেগম (৫০) ও আলেয়া বেগমের পুত্র বাবু (১৮)বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নিহত তারাবানুর ভাই ও স্বজনরা ছুটে এসে রওশনের ঘর ভাংচুর করে। পরে এদিন বিকেলে এলাকার মাতব্বররা বিষয়টি নিয়ে মিমাংসা করে। পরে রাতে  রওশন বাড়িতে ফিরে এসে দ্রুত তারাবানুর দাফন শেষ করার চেষ্টা করলে নিহত তারাবানুর ভাই ও স্বজনরা মিমাংসায় সন্তুষ্ট না হওয়ায় লাশ দাফনে বাধা প্রদান করে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফন স্থগিত ছিল  ।

এ ঘটনায় নিহত তারা বানুর কন্যা মোছা. জনতা খাতুন (৩৫) বলেন, দীর্ঘদিন ধরে আমার মায়ের সাথে আমার বাবা ও আমার বড় মা অত্যাচার করে আসছিল। আমার মাকে বাজার সদাই দিতোনা, ঔষুধ কিনে দিত না, তার সাথে অমানুষিক অত্যাচার করতো আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,এই ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button