সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব বর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তাঁর সরকারের প্রতিশ্রুতির অংশ হিসাবে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনতে ২২,১০১ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রধানমন্ত্রী রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

গতকাল বুধবার (৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগন্জ সদর সার্কেল মো. রেজওয়ানুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুস ছামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, বীর মুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ভূমি এস. এম রকিবুল হাসান।

উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলাকে ইতিপূর্বেই ২০২২ সালের চর্তুথ পর্যায়ে প্রথম ধাপে ২০ মার্চ গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে এবারে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জে ৮২৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ সহায়তা প্রদান ও এ উপলক্ষে গৃহহীনদের মাঝে সুকনো খাবার ও চাউল বিতরণ করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বলেন এখন সরকার এই প্রকল্পের আওতায় শুধু ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি দিচ্ছে এবং এই প্রক্রিয়া শেষ হওয়ার পর যাদের বাড়ি নেই বা যাদের বাড়ি জরাজীর্ণ অবস্থায় রয়েছে তাদের জন্য বাড়ি নির্মাণ শুরু করবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি চালু করেন।বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের বাড়ি ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button