রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে গো-খাদ্যের দামে দিশেহারা গরুর খামারি ও সাধারণ মালিকগণ

রায়গঞ্জ থেকে  মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গো-খাদ্যের দাম। ফলে খামারি মালিক ও সাধারন কৃষক পড়েছে চরম বিপাকে। গতকাল শনিবার  সরেজমিনে জানা যায়, প্রায় দুইমাসের ব্যাবধানে ধানগড়া, চান্দাইকোনা, ঘুড়কা, ভুইয়াগাতি, হাট পাঙ্গাসি, কালিনজা, এরান্দহ, গ্রামপাঙ্গাসী, নিমগাছি, নলকাসহ বিভিন্ন এলাকার হাট বাজারে দফায় দফায় গো-খাদ্যের দাম বেড়ে গেছে

এসময় জানা যায়, ধানের খড় ৫০০ থেকে ৬০০ শত টাকা মন, নেপিয়ার জাতের ঘাস ১ আটি ১৫ টাকা, গমের ভুষি ৪৫ থেকে ৫০ টাকা ,ভুট্টার গুড়া ৩৫ থেকে ৪০ টাকা, ধানের গুড়া ১৫ থেকে ২০ টাকা, চালের খুদ ৪০ থেকে ৪৫ টাকা , খৈল ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি হতে দেখা গেছে। ফলে খামারি মালিক ও সাধারন কৃষক পড়েছে চরম ভোগান্তিতে। উপজেলার গ্রামপাঙ্গাসি বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা মহাজনের কাছ থেকে যে দামে মাল ক্রয় করে থাকি সেই অনুযায়ী বিক্রি করি।

এদিকে গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মো. নুরুল ইসলাম বলেন, দিন দিন গো-খাদ্যের দাম বৃদ্বির ফলে আমার মত অনেক খামারি ও সাধারণ কৃষক আার্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যবসায়ী আরও বলেন, আমি দীর্ঘ ৪ থেকে ৫ বছর ধরে গরুর ব্যবসা করলেও আজও পায়নি সরকারী কোনও আর্থিক প্রনোদনা। এমতাবস্থায়, সরকরি প্রণোদনা আশা করেন গরু ব্যবসায়ী নুরুল ইসলামের মত অনেক ব্যববসায়ী ও সাধারণ গরুর মালিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button