রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার থেকে চকঁনুর চৌরাস্তা পর্যন্ত রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটি পাকা করা হয়নি। ফলে যাতায়াতের চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের।সরেজমিনে দেখা যায়, রাস্তাটির মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে সৃষ্টি হয় কাঁদা পানি আর শুক্ন মৌসুমে সৃষ্টি হয় ধূলাবালি। ফলে ইজিবাইক, অটোভ্যান, অটোরিক্সা ও সিএনজিসহ কোনও যানবাহনই এ রাস্তাগুলো দিয়ে সহসাই যেতে পারে না।
তাছাড়া যাতায়াতের কোনও পরিস্থিতিও থাকে না। বিগত কয়েক মাস আগে পাকা করার জন্য গ্রামপাঙ্গাসী বাজার থেকে সাবেক মেম্বর সুরুজ প্রামানিকের বাড়ী পর্যন্ত ইটের খোয়া ফেলে ফিনিসিং করে রাখা হলেও পাকা করা হয়নি। এ এলাকার মানুষ উপজেলার বিভিন্ন কাজে প্রতিনিয়ত এই রাস্তাটি দিয়েই চলাচল করে থাকেন। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় দেড় কিলোমিটার রাস্তার পরিবর্তে উপজেলার হাটপাঙ্গাসী বাজার হয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এমতাবস্থায় গ্রামপাঙ্গাসী বাজার থেকে চকঁনুর চৌরাস্তা পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।