রায়গঞ্জসিরাজগঞ্জ

অনাহারে-অর্ধাহারে দিন চলে গ্রামীণ কবি মো. শাহজামাল উদ্দিনের

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রত্যেকটি কাজকে ভালবেসে পদ্মা সেতুসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ওপর অসংখ্য গান ও কবিতা লিখে প্রশংসায় ভাসছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমূড়া গ্রামের মরহুম আব্দুল মজিদের বড় ছেলে কবি মো. শাহজামাল উদ্দিন সরকার।

তিনি তার লেখা গান ও কবিতা যেন প্রধানমন্ত্রীর হাতে পৌছায়, সেজন্য আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

একান্ত সাক্ষাৎকারের সময় তিনি জানান, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় জীবিকার তাগিদে প্রায় দেড়যুগ আগে উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগমে ও খেলার মাঠে বিভিন্ন ভঙ্গিতে নিজের লেখা গান ও কবিতা পড়ে মানুষকে আকৃষ্ট করে বই বিক্রি করে যে টাকা পান তা দিয়েই কোনোমতে জীবিকা নির্বাহ করেন তিনি।

দিন বদলের এই সময়ে এখন পুরাতন সবকিছুই প্রায় হারিয়ে যেতে বসেছে। হারিয়ে গেছে প্রায় গ্রাম-বাংলার পুথি পাঠের আসর। বিধায় বাধ্য হয়ে কবিতা ও গান লেখার পাশাপাশি উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার জামে মসজিদের সামনে খোলা আকাশের নিচে টেবিল পেড়ে বিড়ি, সিগারেট, পটেটো, চানাচুর, বিস্কিট বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করছেন দরিদ্র পরিবারের সন্তান কবি মো. শাহজামাল উদ্দিন সরকার।

তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটের ওপর আমার লেখা বেশ কিছু গান ও কবিতা থাকলেও দারিদ্রতা ও টাকার অভাবে বই বাঁধাই করতে পারছি না। পারছিনা বিক্রিও করতে। এছাড়া তিনি আরও বলেন, পুঁজি ও একটা দোকান ঘর না থাকায় প্রায় সময় অনাহারে -অর্ধাহারেই থাকতে হচ্ছে আমার পরিবারকে নিয়ে। না পারছি চলতে, না পারছি কাউকে কিছু বলতে। এ অবস্থায় কিছু পুঁজি ও দোকান করার মত একটা ঘরের জন্য সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন কবি মো. শাহজামাল উদ্দিন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button