চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে ডাকাতি মামলায় গ্রেফতার ০১

চৌহালী প্রতিনিধি: ডাকাতি মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওরফে ওসমান ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে এতথ্য  নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, টাঙ্গাইল জেলার মির্জার পুর থানায় একটি ডাকাতি মামলায় আনোয়ার হোসেন ওসমানকে গ্রেফতার করা হয়। গত ৯ মার্চ সে টাঙ্গাইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারেক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বলে মির্জাপুর থানা পুলিশ জানিয়েছে।

ওসি আরও বলেন, আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ওসমান ডাকাত হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরির সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। এর আগে গত ৮ মার্চ বিকেলে চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকা থেকে চৌহালী থানা পুলিশের সহায়তায় আনোয়ার হোসেন ওরফে ওসমান ডাকাতকে গ্রেপ্তার করে মির্জাপুর থানা পুলিশ।

এবিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, গতবছরের ১৪ ডিসেম্বর মির্জাপুরে একটি হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে ওসমান ডাকাত জড়িত। আমরা তাকে চৌহালী থেকে গ্রেপ্তার করি। পরে তিনি মালামাল লুটের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনার সঙ্গে ওসমান ডাকাত সহ আরো ৬ ডাকাত জড়িত বলে তিনি আদালতে স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button