ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় কিশোর ফারুক হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন ওরফে ভাও (২৬) কে গ্রেফতার করেছে র্যাবের যৌথ একটি অভিযানিক দল। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের পোড়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শাহীন ভাঙ্গুড়া পৌর সদরের চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার শাহজাহান ওরফে শাজাই প্রামাণিকের ছেলে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, গত ২০০৯ সালে ভাঙ্গুড়া পৌরসভার ভদ্রপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক নামের ওই কিশোরকে হত্যা করে শাহীন। পরবর্তীতে নিহতের পরিবারের লোকজন ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ ১৫ বছর ধরে পলাতক ছিল । পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুরের যৌথ নেতৃত্বে পোড়াবাড়ী এলাকা থেকে শাহীনকে গ্রেফতার করে। এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক মানবজমিনকে বলেন, আসামি শাহীনকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।