অপরাধউল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায় বহুরুপী ২ নারী প্রতারক গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধি:  উল্লাপাড়ায়  বহুরুপী  দুইনারী প্রতারককে গ্রেফতার করেছে রোববার (২৮ আগস্ট) সকালে উল্লাপাড়া মডেল থানার পুলিশ।  এরা হলেন উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা পারকুল গ্রামের মাজেদ আলীর মেয়ে রতনা খাতুন (২৮) এবং উপজেলার শ্রীফলগাঁতী গ্রামের শাহিদা খাতুন (৩৫)। এদেরকে পৌর শহরের গোপাল জিঁউ মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শামীম রেজার দায়ের করা অভিযোগের উদ্ধৃতি দিয়ে জনান, উল্লিখিত দুই নারী আরও কয়েকজন পুরুষ নারী সহযোগীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার স্বচ্ছল ব্যক্তি এবং ব্যবসায়ী যুবকদেরকে ফোন করে নানা কৌশলে তাদের আস্তানায় নিয়ে প্রেমের অভিনয় করে বিভিন্ন রকম অশ্লীল ছবি তোলেন। আবার কখনও ভুয়া কাবিননামা তৈরি করে তাতে স্বাক্ষর করিয়ে যুবকদেরকে ফাঁদে ফেলে অনেক টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। শামীম রেজা এদের ফাঁদে পা দিয়ে বিষয়টি আবহিত হয়েছেন। এই নারীরা শামীম রেজার কাছে ৫ লাখ টাকা দাবি করে এবং জোরপূর্বক ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। ভুক্তভোগী শামীম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম আরও জানান, প্রতারক চক্রের ৩ সদস্যে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহিদা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং রত্নাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এই চক্রের সঙ্গে জড়িত গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button