কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে অভিযান চালিয়ে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। চোর চক্রের আরও কয়েকজন পলাতক রয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, গত ২ মে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে এগোয় পুলিশ। গত রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া মোল্লাবাড়ির মৃত হযরত মোল্লার ছেলে সাকিবুল হাসান (২২) কে গ্ৰেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে ছালাভরা গ্রামের মধ্য পাড়ার শামছুল হকের ছেলে ইউসুফ মন্ডল (২১), কুনকুনিয়া হঠাৎপাড়ার সাহেব আলীর ছেলে ডিম ব্যবসায়ী বিপ্লব মিয়া (২৬) ও পৌরসভা এলাকার বিয়ারা চরপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলাম জয়কে (২২) গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের তথ্যের ভিত্তিতে মাইজবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৭টি ও পৌরসভার বিয়ারা চরপড়া থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে তিনটি বাজাজ কোম্পানির পালসার ও একটি ডিসকভার, টিভিএস কোম্পানির এ্যাপাসি তিনটি ও সুজুকি কোম্পানির জিক্সার রয়েছে একটি।