উল্লাপাড়া প্রতিনিধি: ভারতীয় তরুণী নাইসা মল্লিক ওরফে নার্গিস বেগম ও তার বর্তমান বাংলাদেশেরস্বামী জুয়েল সরকার কে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
গত মঙ্গলবার উল্লাপাড়া মডেল থানার মামলা সূত্রে জানা যায়, ভারতীয় তরুণী নাইসা মল্লিক ওরফে নার্গিস বেগমের সাবেক স্বামী ভারতের পশ্চিম বঙ্গের হাওড়া জেলার ডোমজোর থানার বাকরা গ্রামের মীর ফজলুর রহমান বাংলাদেশ এসে থানায় অভিযোগ করে। অভিযোগে বলা হয়, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী দাদপুর গ্রামের ইরান সরকারের ছেলে মো: জুয়েল সরকারের সঙ্গে ফেসবুকে পরকীয়া করে। এই পরকীয়ার জের ধরে গত ২৪ মে, আমার স্ত্রী নার্সিসা বেগম আমার সঙ্গে প্রতারনা করে আড়াই লক্ষ্য টাকা ও ৩ ভড়ি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে এসে আমাকে ডির্ভোজ না দিয়েই মো: জুয়েল সরকার কে কোর্টের মাধ্যমে বিয়ে করে।
ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের দায়েরের করা মামলায় গত সোমবার রাতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বালসাড়ী দাদপুর গ্রামের জুয়েল সরকার ও তার স্ত্রী নাইসা মল্লিক ওরফে নার্গিস বেগম কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছেন। এ মামলার বিষয় নিশ্চিত করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ উপপরিদর্শক মামুন রানা।