শাহজাদপুরসিরাজগঞ্জ

শাহজাদপুরে আশ্রয়ণের ঘর বিক্রি

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে আশ্রয়ন প্রকল্প-২ এর ১৯নং ঘর বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘরটি বরাদ্দ পায় বেলতৈল ইউনিয়নের তেলকুপি গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী সাহেদা বেগম। জানা যায়, তিনি ৩ লাখ টাকায় স্ট্যাম্পের মাধ্যমে ঘরটি বিক্রি করেছেন আসমা বেগমের কাছে। এখন ওই ঘরে বসবাস করছেন আসমা বেগম ও তার সন্তানেরা।

এ বিষয়ে ১৯নং ঘরের মালিক আসমা বেগম টাকার বিনিময়ে ঘর কিনে নেয়ার কথা স্বীকার করে বলেন, আমার বড় ছেলে বিয়ে করেছে। ওই ঘরে সে তার বৌ নিয়ে থাকে। এছাড়া আমার ছোট ছেলেও বিয়ের উপযুক্ত হয়েছে। তাই আগের সুবিধাভোগির কাছে থেকে টাকা দিয়ে স্ট্যাম্পের মাধ্যমে ঘরটি আমরা কিনে বসবাস করছি।

এ বিষয়ে জানতে সুবিধাভোগী সাহেদা বেগমকে খুঁজে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, এ বিষয়ে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button