নিজস্ব প্রতিবেদক: উল্লাপাড়ায় গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে ঘুষ গ্রহণের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ১১ মার্চ ২০২৪ (সোমবার) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাকে বরখাস্ত করা হয় বলে জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস. এম. আলামিন সরকার।
কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘুষ নিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হলে তাকে তিন দফায় কারণ দর্শানোর নোটিশ পাঠালে তিনি কোন উত্তর না দেওয়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিদ্যালয়ের সভাপতি।
সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাওয়া হলে শহিদুল ইসলাম বলেন, সাময়িক বরখাস্তের সংবাদ শুনেছি তবে কোন চিঠি পাইনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে. এম. শামসুল আলম বলেন, শহিদুল ইসলামকে ঘুষ গ্রহণের দায়ে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি।