সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টায় ডুমুর ইছা কোরিয়ান মাঠে ঘোরদৌড় প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বহুলী ইউনিয়নের ৫ নং ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এবং ডুমুর ইছা হাটখোলার উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতায় ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ক গ্রুপে ১ম পুরস্কার ১টি ফ্রীজ,২য় পুরস্কার বাইসাইকেল ১ টি,৩য় পুরস্কার এলইডি টিভি ১ টি। খ গ্রুপ ১ম পুরস্কার এলইডি টিভি ৩২” ১ টি, ২য় পুরস্কার মোবাইল ফোন ১ টি, ৩য় পুরস্কার রাইচ কুকার ১ টি। গ গ্রুপ ১ম পুরস্কার এলইডি টিভি ১ টি ২য় পুরস্কার মোবাইল ফোন ১ টি ৩য় পুরস্কার রাইচ কুকার। প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছে ক গ্রুপে ১ম চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল থেকে অংশগ্রহণকারী মায়ের দোয়া আবুল ড্রাইভার, ২য় চ্যাম্পিয়ন হয়েছে বেলগাছি থেকে অংশগ্রহণকারী ঋতুরাজ, ৩য় চ্যাম্পিয়ন হয়েছে ধুনট থেকে অংশগ্রহণকারী ইস্তেক বাবু চাঁন মিয়া। খ গ্রপে ১ম চ্যাম্পিয়ন হয়েছে মহিসলুটি থেকে অংশগ্রহণকারী বিজয় বাংলা হাসান, ২য় চ্যাম্পিয়ন হয়েছে মাঝিবাড়ি থেকে অংশগ্রহণকারী বীর বাহাদুর মুঞ্জ, ৩য় চ্যাম্পিয়ন হয়েছে বেলগাছি থেকে অংশগ্রহণকারী বাটুল লতিফ। গ গ্রুপে ১ম চ্যাম্পিয়ন হয়েছে ছোনকা থেকে অংশগ্রহণকারী সুর্য লাল মারুফ, ২য় চ্যাম্পিয়ন হয়েছে চান্দাইকোনা থেকে অংশগ্রহণকারী জলন্ত আগুন জহুরুল।

দর্শনার্থীরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যেবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে সুন্দর আনন্দ উপভোগ করছি। আমাদের প্রত্যাশা প্রতিবছরই যেন এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-১ প্রকৌশলী তানভীর শাকিল জয়। প্রধান পৃষ্ঠপোষক দক্ষিন কোরিয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হাসান।

৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সেখ বলেন, আমরা প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করেছি এলাকাবাসী কে আনন্দ উপভোগ করার জন্য। আইনশৃংখল বাহিনী এবং সেচ্ছাসেবীরা ঘোড়দৌড় ফাইনাল খেলা অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সফল হয়েছে। আগামীতে আবারও গ্রামবাংলার ঐতিহ্যেবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা খেলা আয়োজন করবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম নাসিম রেজা নূর দিপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button