আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গোবরের ঘোসি শুকানোকে কেন্দ্র করে বাকবিতন্ডার জের ধরে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচা সাইফুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাতে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাইফুল ইসলামের বাড়ি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের শালদাইর গ্রামে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে সাইফুল ইসলামের স্ত্রীর সাথে ভাতিজা মনিরুল ইসলামের মায়ের গোবরের ঘুঁটে ভাঙ্গা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় ভাতিজা মনিরুল ইসলাম, মৃত ময়দান আলীর ছেলে জয়ান আলী ও আমজাদ আলীর ছেলে আল আমিনসহ বেশ কয়েকজন সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে হামলা চালায় একপর্যায়ে ভাতিজা মনিরুল ইসলাম লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় চাচা সাইফুল। পরে তাকে উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, আমরা শোনার পরে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।