মো, সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৭ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার (ওটি)। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে অপারেশন থিয়েটারটি চালু করা হয়। সফলভাবে অপারেশনের মাধ্যমে পুত্র শিশুর জন্ম গ্রহনের মধ্য দিয়ে অপারেশন থিয়াটারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নবজাতক ও তার মা উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আতাউল গনি ওসমানি।
দীর্ঘ ৭ বছর অপারেশন থিয়েটার বন্ধ ছিল। আজ দুপুরে শুভ উদ্বোধন মাধ্যমে চালু হওযায় আনন্দ রিবাজ করছে স্থানীয়দের মাঝে,এসময় স্থানীয়রা জানান,দীর্ঘ সময় অপারেশন থিয়েটার বন্ধ থাকার কারনে হাসপাতালে চিকিৎসা নিতে আশা রুগীদের মাঝে ক্ষোপের সৃষ্টি হতো। অনেক রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো। কিন্তু আজ থেকে এই ভোগান্তির অবসন ঘটলো। প্রাণ ফিরে আসলো এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গণি ওসমানি জানান, আজকে আমাদের জন্য বিশেষ করে উল্লাপাড়া বাসির জন্য অনেক আনন্দের দিন। কারণ আমরা দীর্ঘদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু করতে পারছি। এবং আজকে একটা সিজারিয়াং এর মাধ্যমে শুরু করলাম। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার বেসিস এ নির্দিষ্ট দিনে রুটিন অপরাশেন গুলো করবো। এবং অফিস টাইমে যেগুলো ইমারজেন্সি অপারেশন থাকে সেগুলো সাধারণ ওটিতে করা হবে। আমরা আশা কার যে, সাধারণ মানুষের অনেক উপকার হবে।