নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে চিকন চালের ধানের দাম আশঙ্কাজনকহারে কমে গেছে বোরো মৌসুমে। বিশেষ করে ব্রি ধান ৯০ বেচে উৎপাদন খরচ উঠছেনা বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এদিকে ধানের ব্যবসায়ীরা বলছেন, ৯০ ধান কিনে তাদেরও লোকসান গুণতে হচ্ছে। সগুনা ইউনিয়নের ধামাইচ গ্রামের কৃষক আব্দুস ছাত্তার বলেন, তিনি ১০ বিঘা জমিতে ব্রি ধান ৯০ আবাদ করেছিলেন। ফলন ভালো হয়েছে। কিন্তু ধানের দাম তুলনামূলক খুব কম। আমনের মৌসুমে ২২শ টাকা থেকে ২৮শ টাকা অবধি ৯০ ধান বেচাকেনা হয়েছে। বোরোতে এসে সেই ধান ১২শ টাকার বেশি বিক্রি করতে পারছেননা। চিকন চালের ধানের দাম না বাড়লে উৎপাদন খরচ উঠবেনা।
বিনসাড়া হাটের শাকিল আহাম্মেদ নামের একজন ধানের ব্যবসায়ী বলেন, ১৫শ টাকা করে তিন হাজার মণ ব্রি ধান ৯০ কিনে ধানের ঘরে রেখে দিয়েছেন। বর্তমানে ৯০ ধানের বাজার সর্বোচ্চ ১২শ টাকা মণ। চালান দামেও বিক্রি করতে পারছেননা।
সরেজমিনে তাড়াশের সব চেয়ে বড় ধানের হাট বিনসাড়া ঘুরে দেখা গেছে, অসংখ্য কৃষক ধান বেচতে হাটে এসেছেন। কিন্তু ধানের দাম কম হওয়ায় বেশীরভাগ কৃষক ধান নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ৭ হাজার হেক্টর জমিতে ব্রি ধান ৯০ আবাদ করা হয়েছিলো। মাস খানেকের মধ্যে চিকন ধানের চালের দাম বাড়তে পারে।